নিয়ামতপুরে চাঁদার টাকা না দেওয়ায় পুকুরের মাছ চুরি,গ্রেপ্তার ৯

নওগাঁর নিয়ামতপুরে দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় পুকুরের মাছ চুরির অভিযোগে ৯ জন আটক

নিয়ামতপুরে চাঁদার টাকা না দেওয়ায় পুকুরের মাছ চুরি,গ্রেপ্তার ৯

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় পুকুরের মাছ চুরির অভিযোগে ৯ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের থানায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামে। এ ঘটনায় কুন্তইল গ্রামের ২৭ জন নামীয় ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা করেছেন ভুক্তভোগী সুলতান নাসির উদ্দিন। 

ভুক্তভোগী সুলতান নাসির উদ্দীন হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভুক্তভোগীর কুন্তইল গ্রামের লীজকৃত পুকুর ও ক্রয়সূত্রে কেনা পুকুরে মাছ তোলার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামীরা। চাঁদা না দেওয়ায় ৩ দফায় ৫ লক্ষ টাকার মাছ মেরে নেয় আসামীরা এবং দেশীয় অস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন চাঁদার টাকা পরিশোধ করার জন্য। গতকাল বুধবার আবারও মাছ ধরা শুরু করলে ভুক্তভোগী বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের জানালে ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে। পরে থানায় একটি মাছ চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন ভুক্তভোগী। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাছ চুরির অভিযোগে মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।