নওগাঁ মেলা থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
রোববার রাত ৯ টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার রাধাকান্ত হাটের বাঁশহাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যান বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:রোববার রাত ৯ টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার রাধাকান্ত হাটের বাঁশহাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যান বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এ দুর্ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কানচগাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৮), মাস্টার পাড়া এলাকার মন্জুয়ারার ছেলে মিথুন (১৯) এবং একই এলাকার জিয়ার ছেলে নেওয়াজ হোসেন (২০)।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে আসি। উদ্ধার কাজ সম্পন্ন করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে।”
তিনি বলেন, তারা নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। আর ট্রাকটি জেলার রাণীনগরের দিকে আসছিল।
নিহত হোসাইনের বেঁচে যাওয়া জমজ ভাই আল হাসান কান্নাজড়িত কন্ঠে বলেন, “আমার ভাইসহ নয়জন বন্ধু মিলে তিন মোটরসাইকেল করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা। বাঁশহাটি এলাকায় ঢাকাগামী একটি বাসকে অতিক্রম করে সে মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।”
ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক বলেন, নিহত তিনজনসহ অন্যরা নওগাঁ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এরমধ্যে একটি মোটরসাইকেলে তিনজন ছিল। তারা একটি বাসকে অতিক্রম করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়।