নওগাঁর বদলগাছীতে খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন
এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আসলাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত নয়টার দিকে পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামে এই ঘটনটি ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুনুজ গ্রামের দুই কিশোর-কিশোরী মারুফ ও শাকিলার মধ্যে বিকালে খেলাধুলা করার সময় ঝামেলা হয়। পরে রাত নয়টায় মারুফের পরিবার এবং শাকিলার পরিবারের মধ্যে আবার একই বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মারুফের বাবা আসলাম(৫৫) প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা আরো জানান, দুই পক্ষের মধ্যে আহত কয়েকজন ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের ছেলে মেয়ের মধ্যে খেলাধুলা করার সময় ঝামেলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতে আবার দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সময় আসলাম হোসেন মারা যান। থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ সবাইকে গ্রেপ্তার করার প্রস্তুতি চলছে।