নওগাঁয় জুলাই চেতনায় গ্রন্থ ও স্মরণিকা প্রকাশ
নওগাঁয় জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে 'আমার চোখে জুলাই বিপ্লব ' প্রতিপাদ্যে গ্রন্থ ও স্মরণিকা প্রকাশ করা হয়েছে

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে 'আমার চোখে জুলাই বিপ্লব ' প্রতিপাদ্যে গ্রন্থ ও স্মরণিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম প্রধান অতিথি হিসবে প্রকাশনার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় পুলিশ সুপার সাফিউল সারোয়ার, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস.এম জাকির হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটির মাধ্যমে নির্বাচিত ‘বিন্দু থেকে মহাসাগরের উত্তাল ঢেউ' নামে একটি গ্রন্থ ও ‘চিঠি লিখো জুলাইয়ের শহীদকে' শিরোনামে শিক্ষার্থীদের লেখা চিঠির সংকলন ‘তোমাদের তরে অব্যক্ত কথামালা' প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে নওগাঁর ১১ টি উপজেলায় জুলাই আন্দোলনের ঘটনা সমূহ তুলে ধরা হয়েছে।
তোমাদের তরে অব্যক্ত কথামালা আইডিয়া বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিযোগিতার মাধ্যমে ১৫ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৭৫ টি আইডিয়া গ্রহন করা হয়। এর মধ্য থেকে দুটি আইডিয়া চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করা হয়েছে।
ইতোমধ্যেই গ্রন্থ ও স্মরণিকা প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকাশনার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে জেলার ১১ টি উপজেলার বিভিন্ন ঘটনাসমূহ আবারো সকলের সামনে প্রকাশ পাবে এবং দালালিলিক ভাবে প্রমানক হিসেবে সংরক্ষণ হবে।