নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক

সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' প্রতিপাদ্যে নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' প্রতিপাদ্যে নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

বুধবার (১৪ মে) বিকেলে ৩.৩০ মিনিটে নওগাঁ জেলা প্রেসক্লাবের হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি এর আয়োজন করে। 

এসময় সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সুজনের জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক একে সাজু, সাংবাদিক কায়েস উদ্দিন ও ফরিদুল করিম ফরিদ সহ অন্যরা বক্তব্য রাখেন।

গোল টেবিল বৈঠকে ছাত্র-শিক্ষক, আইনজীবী সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের  প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।