নওগাঁয় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্রীড়াবিদদের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্রীড়াবিদদের দোয়া

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় শহরের এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিদারুল হক রতন, সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন, লেবু, মোরশেদ তরফদার, আবুল কালাম আজাদ, হামিদ, আজিম, সাজ্জু, রুহুল কুদ্দুস পলাশ, অপু, রনি, বায়দা, সাব্বির, রিপন ও স্বাধীন সহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।