চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষক পদত্যাগ
ছাত্র বিক্ষোভের মুখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদত্যাগ
ছাত্র বিক্ষোভের মুখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে পৌর ভবনের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগকারী মামুনুর রশীদ ও আহসান হাবিব। তারা জানান, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পৌর ভবনে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ প্রদর্শনের পর তাদের পদত্যাগ করার জন্য চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে দুইজনের পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম বলেন, ‘শিক্ষার্থীরা পৌরসভায় অবস্থান নিয়ে দুর্নীতির দায়ে পৌর নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে পদত্যাগের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি মেনে তারা পদত্যাগ করেছেন।’
তবে, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও জানান, মামুনুর রশীদ ও আহসান হাবীদের পদত্যাগের ব্যাপারে কোন তথ্য নেই তার কাছে।