চুনারুঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু-স্বামীসহ পরিবার পলাতক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামে রিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্ব সুন্দরপুর গ্রামে রিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের অভিযোগ,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পূর্ব সুন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে রিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিকরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে রিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বামী মুজিবুর রহমান, শ্বশুর রজব আলী, শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।