চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৮ জন গ্রেপ্তার
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি মাদক প্রবন এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ ৮ জন গ্রেফতার হয়েছে।

কপোত নবী স্টাফ রিপোর্টার:মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি মাদক প্রবন এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মাদকসহ ৮ জন গ্রেফতার হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, কাস্টমস এর সমম্বয়ে টাস্কফোর্স টিম বুধবার (২০ আগষ্ট) ভোর রাত ৫টার দিকে এই অভিযান চালায়।
বিষয়টি বুধবার সকালে এক প্রেসনোটে নিশ্চিত করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে আসামী করে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং ৩ জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা কেডিসি পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা: আছমা বেগম (৫৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো: তানু (৪৫), মো: ইকরামুলের স্ত্রী মোসা: চিরল, মোঃ তাজু’র স্ত্রী বিজলী (৫০) এবং মৃত ইসলাম এর স্ত্রী , বুধি(৫০)। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হচ্ছে, একই এলাকার মো: খোশ মোহাম্মদ এর ছেলে মো: আরিফ (২৯), একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মো: মরু (৪০) এবং একই উপজেলার বাঙ্গাবাড়ীর মৃত মুজিবুর এর ছেলে মো: কাদির (৪৫)।
অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো হচ্ছে, ইয়াবা-৮৪০ পিস, হেরোইন-১৪০ গ্রাম, হেরোইন পুরিয়া-৪৬৯ টি, গাঁজা-১.৩০০ কেজি, চোলাইমদ-১৯ লিটার, মাদক বিক্রিত নগদ ৫৬ হাজার ১৭৫/- টাকা, হেরোইন পরিমাপক মেশিন-০৩টি, মোবাইল সেট-০১ টি।
ডিএনসি’র প্রেসনোটে আরও জানানো হয়, মাদকসহ আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ৩ টি নিয়মিত মামলা করা হয়েছে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর ৩ জনের মধ্যে ২ জনকে ১মাস করে এবং ০১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান।