গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে

গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ

মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন বিকেলে) কাঁদা পানি উপেক্ষা করে রহনপুর পৌর এলাকার, কলোনী মোড়, কলেজ মোড়, নুনগোলা, স্টেশন বাজার, উপজেলা চত্বর সহ পৌর এলাকার প্রধান প্রধান জায়গায় রহনপুর পৌর বিএনপির আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম তৌকির নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় উপস্থিতি ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল পার্বতীপুর ইউনিয়ন এর সহ-সভাপতি, তুষার,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ,ইসরাইল, রশিদ,যুবনেতা, রবিউল ইসলাম, প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সময় রহনপুর পৌর বিএনপির আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এনায়েত করিম তৌকি বলেন, আমি ১৯৮৭ সাল ছাত্র জীবন থেকে বিএনপি'র রাজনীতির জরিত বিএনপি'র দুঃসময়ে রহনপুরের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং অনেক হামলা মামলা শিকার ও হয়েছি।জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন,আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাও সেই ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দেশের সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে। আশা করি সাধারণ মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হলে তারেক রহমান হাত ধরে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে সারা দেশে যেভাবে নৈরাজ্য ও আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। গত কয়েকদিন আগে ঢাকা ও খুলনায় দুটি খুনের ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানাই।