নবীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণ
পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন দেলোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (পজিবি) শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, পরিবেশবান্ধব ও সবুজ সমাজ গঠনের অংশ হিসেবে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় প্রতিটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।