‎নবীগঞ্জে ছিনতাইকৃত সিএনজিসহ এক যুবক আটক

হবিগঞ্জের নবীগঞ্জে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা

‎নবীগঞ্জে ছিনতাইকৃত সিএনজিসহ এক যুবক আটক

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর নজির সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের সিএনজি চালক মৃত জয়নাল আবেদীনের ছেলে শাহীন মিয়াকে  কয়েকজন দুর্বৃত্ত আটক করে। তারা শাহীনের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

‎সদর ইউনিয়নের চৌশতপুর বাজার এলাকায় স্থানীয়রা ওই ছিনতাইকৃত সিএনজিসহ এক যুবককে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক যুবকের নাম রহমত আলীর ছেলে বড় বহুলা গ্রামের বাসিন্দা। 

‎স্থানীয়রা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের কামরুল নামের এক ব্যক্তি এই চুরির মূলহোতা। তিনি ওই এলাকায় বসবাস করেন এবং পূর্বে গাড়ি চুরির অভিযোগে কারাভোগ করেছেন।

‎এ ঘটনায় বাজার এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। গাড়ির ভেতরে থাকা একটি মোবাইল নম্বরে কল করলে প্রকৃত মালিক শাহীন মিয়া সেখানে উপস্থিত হয়ে গাড়িটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, আটককৃতকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।