চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার ভুয়া ডাক্তার আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কথিত আমেরিকার ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা দেয়ার অভিযোগে রেজা চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ

নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কথিত আমেরিকার ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা দেয়ার অভিযোগে রেজা চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে নাচোল বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রায় ৩ মাস ধরে নাচোল পৌর এলাকার কিছু ব্যবসায়ীর সাথে উঠাবসা করেন এবং গোপনে আমেরিকার চিকিৎসক পরিচয় দিয়ে ১ হাজার ৫০০ টাকা ফি নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন রেজা চৌধুরী। তার বিষয়ে এলাকার লোকজনের সন্দেহ দেখা দিলে থানায় মৌখিক সংবাদ দেয়। এরপর থেকে আমরা তাকে নজরদারিতে রাখি এবং ৪ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। একপর্যায়ে তার বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে ব্যর্থ হয় রেজা।
ওসি আরো বলেন, রেজা চৌধুরীর সঠিক তথ্য প্রদানের আশ্বাস দিয়ে তাকে জিম্মায় নেন নাচোল বাজারের ব্যবসায়ী আসগার আলী, ইসমাইল হোসেন ও রবিউল ইসলাম। পরে জিম্মাদারেরাও কথিত ভুয়া ডাক্তারের সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তেমন গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যায়নি। তবে রেজা রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শেখপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।