নাচোলে ছাদবিহীন ঘরে ঝুঁকি নিয়েই চলছে শ্রেণি কার্যক্রম-যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।
গত শুক্রবার ১৬মে দিবাগত রাতের কালবৈশাখী ঝড়ে মাটির তৈরি ৩ট ঘরের ২টি'র টিনসেট পুরোপুরি দুমরে মুচড়ে উড়ে গেছে। আধুনিকতার এই যুগে দীর্ঘদিনের তৈরি মাটির ঘরেই চলছিল শিক্ষা-কার্যক্রম। এখন মাটি ক্ষয়ে পড়তে শুরু করেছে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপায়ান্তর না পেয়েই সেই ভাঙা ঘরগুলোতেই চলছে প্রতিদিনের শ্রেণি কার্যক্রম।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মন বলেন, ১৯৭৩-সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আমরা বিগত ৫২-বছর যাবত এই মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। তিনি আরও বলেন, বেশিরভাগ বিদ্যালয়ে নতুন নতুন বিল্ডিং হলেও দুঃখের বিষয় যে, আমার বিদ্যালয়ের আজ পর্যন্ত কোন পরিবর্তন হয়নি।
গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের দুইটা ঘরের টিন উড়ে গেছে এবং সাথে দরজা, জানালা ,ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ ,বিদ্যুতের মিটারসহ সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষাদান কার্যক্রম শুধু ব্যাহত নয়, বাড়ছে ঝুঁকির মাত্রা। প্রায় মেরামত অযোগ্য বিদ্যালয়টি কোনভাবে মেরামত করলেও তা অনেক টাকার ব্যাপার, যা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা সম্ভব নয়।
বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়টি ভালভাবে পুনঃসংস্কারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে নতুন বিল্ডিং এর জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানিয়েছেন।