নাচোলে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

নাচোলে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "সারাদেশের ন্যায়" চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান।

এসময় সরকারি নাচোল কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও বৈসম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন সমাজসেবার মাধ্যমে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, অসচ্ছল প্রতিবন্ধীভাতাসহ একাধিক ভাবে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। প্রতিবন্ধীদের হুইল চেয়ার, অসচ্ছল পরিবারের মাঝে সাহায্যের চেক ও সুদ মুক্ত লোন বিতরণ করেন। তিনি আরও বলেন, সকলের সহযোগিতায়ই দেশকে এগিয়ে নিতে হবে। এককভাবে সব সমস্যা নির্মুল করা সম্ভব নয়।

আলোচনা শেষে মধ্যে বৃত্ত ২১জন রিন গ্রহীতাদের মাঝে ৪লক্ষ টাকার রিন বিতরণ করেন হয়।