নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন
আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নাচোল উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা ,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুন নূর ,বি.আর.ডি.বি কর্মকতা হারুন আর রশিদ,ফ্যামিলি প্যানিং এর ডাঃ নাঈমা আক্তার, সহকারী নির্বাচন অফিসার রাকিবুল হাসান । অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,একটি জাতি তখনই উন্নতির পথে এগিয়ে যায়, যখন সমাজে ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করা হয়। কন্যাশিশু আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তাদের সুরক্ষা, শিক্ষা ও আত্মমর্যাদা নিশ্চিত করা প্রত্যেক অভিভাবক, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ কামাল হোসেন বলেন,
“কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এখন সময় কন্যাশিশুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে কন্যাশিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা— প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। বক্তারা আরো বলেন স্বপ্নের সোনার বাংলা গড়াতে , তার মূল চালিকা শক্তিই হবে আজকের কন্যাশিশুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আলোচনা শেষে কন্যাশিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।কিশোর পরে কন্যাশিশুদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
কন্যাশিশু দিবসের এই আয়োজনের মাধ্যমে সমাজে কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিটি কন্যাশিশু শিক্ষিত, আত্মনির্ভরশীল ও আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।