নাচোলে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম
আবুল হোসেন-নাচোল প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম তাঁর দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার ২৮ তারিখ বিকেল ৫টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল উপলক্ষে উপজেলা চত্বরের বাইরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলার আলীনগর বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম, গোমস্তাপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা এবং নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকারিয়া আল মেহেরাব। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নাচোল উপজেলা ক্যাম্পাসের বাইরে গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় পুরো এলাকা জুড়ে দলীয় সমর্থকদের উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার আবহ তৈরি হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আমিনুল ইসলাম বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে ভোট চাইতে হবে।




