নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উক্ত বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) শিক্ষক মোজাম্মেল হক, শিক্ষক সাইদুর রহমান, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, নাচোল মহিলা কলেজের প্রভাষক নুর কামাল, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিকূল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতি স্বরুপ উপহার সামগ্রী তুলে দেন শিক্ষকদের হাতে। বিদ্যালয় থেকে এবছর এসএসসি ৬৬ জন শিক্ষাথীকে বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীর ৭৫জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।