চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে নাচোল পৌর এলাকার হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মুসাব্বির আশিক (২৮) নাচোল উপজেলার ৩ নং ইউনিয়নের মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল-সরাইগাছিগামী দ্রুতগামী একটি এইচএসএস বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া চলছে।