নাচোলে রাণী ইলা মিত্রের জন্ম শতবর্ষে শ্রদ্ধা স্মরণ ও সাংস্কৃতিক উৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান ত্যাগ, সংগ্রাম ও মানবিক নেতৃত্বের প্রতীক রাণী ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে

নাচোলে রাণী ইলা মিত্রের জন্ম শতবর্ষে শ্রদ্ধা স্মরণ ও সাংস্কৃতিক উৎসব পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান ত্যাগ, সংগ্রাম ও মানবিক নেতৃত্বের প্রতীক রাণী ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "নাচোলের রাণী" চলচ্চিত্রের পরিচালক ও প্রখ্যাত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। অনুষ্ঠানের শুরুতে রাণী ইলা মিত্রের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইলামিত্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক। আলোচনায় অংশ নেন ইলামিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ (বটু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কফি রতন, এবং জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু। বক্তারা বলেন, “রাণী ইলা মিত্র কেবল একজন নারী সংগ্রামীই নন, তিনি ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, ন্যায় ও নীতির প্রতীক। তাঁর জীবন সংগ্রাম আজও ন্যায়বিচার ও মানবাধিকারের আন্দোলনে প্রেরণা জোগায়।

আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর বর্ণাঢ্য নৃত্য পরিবেশিত হয়। দুপুর ২টার দিকে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী গম্ভীরা ও নাটিকা। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ইলামিত্র স্মৃতি ফলকে মাল্যঅর্পণের মধ্য দিয়ে। সারাদিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।