নাচোলে আদিবাসী সমিতির নির্বাচনে সভাপতি বিধান সিং, সম্পাদক-বাবুলাল টপ্প নির্বাচিত
শনিবার ২৫ জানুয়ারি নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন সমবায় কর্মকর্তা

আবুল হোসেন,নাচোল, চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধান-বাবুলাল প্যানেল নির্বাচিত হয়েছেন।
দ্বি-বার্ষিক নির্বাচনে ৬ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটিতে সহ-সভাপতি পদে বিপদ ভঞ্জন বর্মন, সদস্য পদে যথাক্রমে শ্যামল চন্দ্র মাহাতো, শ্রীমতি সোহাগী হাঁসদা ও স্মৃতি মুড়িয়ারী নির্বাচিতহয়েছেন।
নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ও নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, নাচোল উপজেলা সমবায় সহকারি পরিদর্শক, মোঃ শফিকুল আলম ও দপ্তরের স্টাফগণ, সে সময় সাংবাদিক সহ নাচোল উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসীরাও উপস্থিত ছিলেন।
আজ শনিবার ২৫ জানুয়ারি নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন সমবায় কর্মকর্তা।