টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা প্রদানে বুড়িচংয়ে গণসচেতনতা কার্যক্রম

কুমিল্লার বুড়িচংয়ে আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হচ্ছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুর টাইফয়েড জ্বর প্রতিরোধে টিসিভি টিকা কার্যক্রম।

টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা প্রদানে বুড়িচংয়ে গণসচেতনতা কার্যক্রম

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচংয়ে আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হচ্ছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুর টাইফয়েড জ্বর প্রতিরোধে টিসিভি টিকা কার্যক্রম। শতভাগ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।

গত বৃহস্পতিবার তিনি রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে উদ্বুদ্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন হেলথ ইন্সপেক্টর ইনচার্জ লাকি বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ডা. মালেকুল আফতাব ভূইয়া শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের টিসিভি টিকার গুরুত্ব তুলে ধরে বলেন, টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধ সম্ভব। এখনো যারা রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন শিক্ষার্থীরা।