নিয়ামতপুরের বালাহৈর গ্রামে ভাঙা কালভার্টে জনদুর্ভোগ চরমে
নওগাঁর নিয়ামতপুর সদরের বালাহৈর গ্রামে যাওয়ার প্রধান সড়কটি এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার একটি কালভার্টের বেশ কিছু অংশ কয়েক মাস ধরে ভেঙে পড়ে থাকায় যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।
তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর সদরের বালাহৈর গ্রামে যাওয়ার প্রধান সড়কটি এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার একটি কালভার্টের বেশ কিছু অংশ কয়েক মাস ধরে ভেঙে পড়ে থাকায় যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা কালভার্টের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং কৃষিপণ্য পরিবহনে মানুষকে পড়তে হচ্ছে মারাত্মক ভোগান্তিতে।
এলাকাবাসীর দাবি— যত দ্রুত সম্ভব এই কালভার্টটি সংস্কার করা হোক। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
তবে স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা ক্ষতির মূল কারণ অতিরিক্ত লোড নিয়ে লোকাল রাস্তায় ট্রাকে মালামাল পরিবহন করা। কালভার্ট বা ছোট ব্রিজের আগে সাধারণত লোড সীমা নির্ধারণ করে লেখা থাকে— যেমন লোড সীমা ৫ টন। কিন্তু বাস্তবে সেই নিয়মের কোনো প্রয়োগ নেই।
সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নির্ধারিত লোড সীমা অতিক্রম করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা চালকের লাইসেন্স স্থগিতের বিধান থাকলেও, আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়তই এই ছোট কালভার্টের ওপর দিয়ে চলছে অতিরিক্ত লোডবাহী ট্রাক।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিলে একদিকে যেমন রাস্তাটি সংস্কার সম্ভব হবে, অন্যদিকে নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করলে ভবিষ্যতে এমন ক্ষতির পুনরাবৃত্তি রোধ করা যাবে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন খুব দ্রুত কালভাট সংস্কারের কাজ শুরু হবে।



