নওগাঁয় নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা

নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

সভায় নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এসময় বক্তারা বাজার দর নিয়ন্ত্রন, খাদ্য পণ্যের উৎপাদনের কারখানা সমূহে তদারকি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ'র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় ও নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহমেদ ও বিভিন্নজন বক্তব্য প্রদান করেন।

এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শফিক ছোটন, বাসদ নেতা জয়নুল আবেদিন মুকুলসহ ব্যবসায়ী, ভোক্তা, সাংস্কৃতিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ছাত্র প্রতিনিধিরা।