সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ

নওগাঁর সাপাহারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘শিক্ষক সমাবেশ ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত

সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘শিক্ষক সমাবেশ ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে সাপাহার উপজেলা মডেল মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, সাপাহার উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম বলেন, "শিক্ষকরা হলেন জাতির বিবেক। একটি আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রবর্তনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি আরও বলেন, কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি নতুন প্রজন্ম তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাপাহার উপজেলা শাখার পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের তরুণ।

উপজেলা শাখার সেক্রেটারি মো. দুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা রক্ষা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা একটি বৈষম্যহীন ও আদর্শিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।