শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় নাহিদ হাসান নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় নাহিদ হাসান নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার(১০জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে নাহিদ হাসান নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




