শিবগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
রোববার ভোরে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে
 
                                চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইসরাইল হোসেন (৫৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ভোরে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি উপজেলার শাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।
সকালে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানা-পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানায়, ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক লোকসানের কারণেই ইসরাইল হোসেন আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পুলিশ কাজ করছে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
