চাঁপাইনবাবগঞ্জে ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাঁকা ডহর গ্রামের মোঃ রিডু মিয়ার ঘাঁসের জমি থেকে ২টি গরু চুরির ঘটনায় ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার 

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর বাঁকা ডহর গ্রামের মোঃ রিডু মিয়ার ঘাঁসের জমি থেকে ২টি গরু চুরির  ঘটনায় ওসি মতিউরের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া গরুসহ দুই চোর কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ

জানাযায়, গত ১৪ মার্চ  ভোর ৫ টার সময় গরুর মালিক তার খামারের ২৪ টি গরু নিয়ে রিডু মিয়ার ঘাসের জমিতে যায়। তার গরুর পালের মধ্যে একটি গাভী ভরন (গর্ভবতী) ছিল। একই তারিখ সকাল অনুমান ৮ টার সময় তিনি দেখতে পান ভরন গাভীটি বাচ্চা প্রসবের চেষ্টা করছে এই অবস্থা দেখে বাদী ওই গাভীটি ঘাসের জমিতে রেখে অন্য গরুগুলো খামারে নিয়ে যান। পরবর্তীতে একই তারিখ দুপুর ১২.৩০ মিনিটে পুনরায় তার গরুর পাল নিয়ে ঐ ঘাসের জমিতে গিয়ে দেখেন তার ভরন গাভীটি নাই। গাভির মালিকের ধারণা একই তারিখ  সকাল ৮ থেকে দুপুর ১২.৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ৩/৪ জন চোর তার গাভীসহ সদ্য ভুমিষ্ঠ বাছুর চুরি করে নিয়ে গেছে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের সহযোগিতায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি গরু চুরির মামলা করেন। অতপর উক্ত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি চৌকস টিম ঘটনার পর হতেই বিভিন্ন তথ্য উপাত্তের সহায়তায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা হতে গরু চোর চক্রের সদস্য মোঃ হৃদয় আলী (২০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-নামোসুন্দরপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় উক্ত গরু চুরির সঙ্গে সরাসরি জড়িত মর্মে স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মতে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নাসিরাবাদ ইউপির খোসবা গ্রামের মোঃ কাইমুল আলীর ছেলে মোঃ সামাদ (৩৭) কে গ্রেফতার করে। সামাদের স্বীকারোক্তি ও দেখানো মতে জেলার আরেক উপজেলা গোমস্তাপুরের হ্যাঞ্জলপাড়ার মোঃ ওবাইদুল্লাহ বাড়ি হতে চুরি যাওয়া গরু ২টি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, সদর থানা এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে, পুলিশ এ বিষয়ে তৎপর, গরু চুরির বিষয়ে অনেকেই থানায় জানাইনা, আবার যাদের অভিযোগ পাচ্ছি দ্রুত সময়ের মদ্ধে আমরা গরু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।