চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন
 
                                চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

আজ (১৪ সেপ্টেম্বর) রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন।

যোগদানকারী সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন- শ্রী সুমন কর্মকার সাহা,শ্রী চন্দন দাশ,সুকুমার পরামানিক,বক্ষনাথ ঠাকুর,শ্রী সুদর্শন মন্ডল,জয়নাল চৌধুরী,মন্টু লাল চৌধুরী,কানাই চৌধুরী,ভরত চৌধুরী,বাবলু মন্ডল, সতীশ মন্ডল,সিতু মন্ডল,সুমল মন্ডল,দলন মন্ডলপ্রমুখ।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
