নাসিরনগরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

নাসিরনগর উপজেলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা

নাসিরনগরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  

সোমবার ২৮অক্টোবর ২০২৪খ্রীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ২টায় উপজেলা যুবদলের আয়োজনে কলেজ গেইটের সামনে বিএনপির অফিস সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর উপজেলা ভারপ্রাপ্ত যুবদলের আহবায়ক জামাল আহমেদ এর সভাপতিত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী,ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম, সহ সভাপতি এম এ খালেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম চকদার। যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি তোষার মোল্লা, গিয়াসউদ্দিন,আব্দুল বাতেন শরিফ,আব্দুল কাদের সেন্টু,তৌহিদ মিয়া,ইয়াছিন মোল্লা,জামাল পাঠান, শাহীন মিয়া, ইসমাইল মিয়া, কাউছার মিয়া, মুখলেছুর রহমান, খায়রুল ইসলাম রনি, ইয়ামিন মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন,শরিফ ইসলাম ভূইয়া,নজরুল ইসলাম,আব্বছ মিয়া,দুলাল মিয়া,ফজলুর রহমান,সরাজ মিয়া,বশির চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্য বলেন,ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গড়তে আমাদের ঐক্যের প্রয়োজন। সামনে অনেক বড় লড়াই সংগ্রাম। অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে,কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় না দেয়ার আহবান জানান।