ব্রাহ্মণবাড়িয়া গাঁজাসহ একজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ জমির আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ জমির আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই (নিঃ) মাসুদ সরকার ও এসআই মো. হাসান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল কড়ইকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তারের ছেলে জমির আলীর বসতঘরের রান্নাঘর তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, 'মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছি।