ব্রাহ্মণবাড়িয়া গাঁজাসহ দুইজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের ওবায়দুর মিয়া (২৯) এবং একই উপজেলার ঝরাখলা গ্রামের আবু তালেব ওরফে জয়নাল আবেদীন ওরফে সুমন ঠাকুর (২৮)। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার খড়মপুরে এ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই আশিস সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া বাইপাস পাকা রাস্তায় তল্লাশীকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।