চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিজিবির কড়া নিরাপত্তা
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলছে উৎসবের আমেজ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবকে ঘিরে জেলা জুড়ে ১৬০টি পূজা মণ্ডপে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে

চাঁপাই প্রেস ডেস্ক:শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলছে উৎসবের আমেজ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবকে ঘিরে জেলা জুড়ে ১৬০টি পূজা মণ্ডপে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলাতেই রয়েছে ৬০টি মণ্ডপ। রঙিন আলোকসজ্জা, প্রতিমা নির্মাণ ও ভক্তদের পদচারণায় মণ্ডপগুলোতে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পূজার এই আনন্দঘন মুহূর্তে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। বিজিবি টহলদল সীমান্তবর্তী অঞ্চলসহ সংবেদনশীল মণ্ডপ এলাকায় টহল দিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উপ অধিনায়ক মেজর আসরারুল হক জানান, “দুর্গাপূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। জেলার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের টহল অব্যাহত রয়েছে।” সীমান্তে ৮ কিলোমিটার এলাকায় মধ্যে অবস্থিত মণ্ডপ গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও ৫৩ বিজিবির সদর দপ্তরে আশেপাশের মণ্ডপ গুলো নজরদারি কর্যক্রম রয়েছে। মণ্ডপ গুলো হটলাইন নাম্বার দেওয়া আছে। জরুরি প্রয়োজন যেন যোগাযোগ করতে পারে।
সবার অংশগ্রহণে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে উদযাপন করতে আমরা বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। এছাড়া জেলা পুলিশ প্রতিটি মণ্ডপে স্থায়ী ও অস্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করেছে। আনসার সদস্য, ভলান্টিয়ার ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের সদস্যরা নিরাপত্তা কাজে যুক্ত রয়েছেন।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পূজার পরিবেশ আরও আনন্দমুখর হয়েছে। ভক্তরা নির্বিঘ্নে মণ্ডপে গিয়ে পূজা-অর্চনা করতে পারছেন।