শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা গোলাম মোস্তফা
হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুড়িচং উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুড়িচং উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা বলেন,“শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে এক সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দুর্গোৎসব সকলের জীবনে আনন্দ ও শান্তি বয়ে আনুক, সমাজে বিরাজ করুক সম্প্রীতি ও মানবিকতার বন্ধন।