শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা গোলাম মোস্তফা

হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুড়িচং উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা গোলাম মোস্তফা

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুড়িচং উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা বলেন,“শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে এক সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দুর্গোৎসব সকলের জীবনে আনন্দ ও শান্তি বয়ে আনুক, সমাজে বিরাজ করুক সম্প্রীতি ও মানবিকতার বন্ধন।