চাঁপাইনবাবগঞ্জে ডা.কাজেম আলীর হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ডা.কাজেম আলীর হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজের আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধন করেন চিকিৎসকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ, বিশিষ্ট চিকিৎসক ময়েজ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রাইহান, ডা. আব্দুস সামাসসহ চিকিৎসক নেতারা। এসময় আরও উপস্থিত ছিলেন, ডা. ইস্রাফিল, ডা. নাসির উদ্দীন, ডা. আল মামুন, ডা. মোসফিকুর রহমান, ডা. ফাহাদ আকিদ রেহমানসহ অন্যান্যরা।

মানববন্ধনে চিকিৎসক ছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের মালিক-কর্মচারী, সরকারি-বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং ফার্মেসী মালিকরা। গতবছরের ২৯ অক্টোবর মধ্যরাতে রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ।