চাঁপাইনবাবগঞ্জে দুইদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৪ ও ১৫ নভেম্বর দুইদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

চাঁপাই প্রেস ডেস্ক:জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৪ ও ১৫ নভেম্বর দুইদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর প্রশিক্ষণ শেষে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন কেন্দ্রীয় কার্যালয় থেকে আগত প্রশিক্ষক ফেরদৌস আরা লিপি,শহীদ হোসেন টিটু ও নূরজাহান বেগম শ্যামলীনা।
১৫ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল, গোলাম ফারুক মিথুন,আজিজুর রহমান ও নূর ইসলাম।

প্রতিযোগিতায় কিশোর বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন অঙ্কিতা প্রামাণিক এবং দ্বিতীয় মান অর্জন করেন আমরিন ইসলাম তৈনি ও প্রণয় পাল দেব। সাধারণ বিভাগে প্রথম স্থান অর্জন করেন শিল্পী সরকার। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।




