চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম বন্যার্তদের পাশে
চাঁপাইনবাবগঞ্জের প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সদস্য হিসেবে আমরা ত্রাণ এবং পুনর্বাসনের জন্য একযোগে কাজ করছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কয়েকটি ইউনিয়নের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত ‘চাঁপাইনববাগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম’।
শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, চরপাকা ইউনিয়নের লক্ষ্মীপুর,শিয়ালপাড়া,নিশিপাড়া,কদমতলাসহ কয়েকটি গ্রামে প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, চানাচুর, চিড়া, গুড়, টোস্ট বিস্কুট, খাবার স্যালাইন, মোমবাতি,ম্যাচ (লাইটার) এবং ১ পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দিনব্যাপী চলমান এই কার্যক্রম বিকেল ৪টায় শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের প্রতিনিধি আবুল হাসনাত পরশ জানান, চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্রায় প্রতিবছর প্লাবিত হয়। সেখানে পদ্মার ভাঙনে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন দূর্লভপুর, চরপাঁকা, নারায়ণপুর ইউনিয়নের অনেক গ্রামের বাসিন্দা। তবে বিষয়টা এর আগে সেভাবে গুরুত্ব দেয়নি জেলাবাসী। তবে সাম্প্রতিক সময় দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার সময় পুরো দেশ এক হয়ে কাজ করে।
চাঁপাইনবাবগঞ্জের প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সদস্য হিসেবে আমরা ত্রাণ এবং পুনর্বাসনের জন্য একযোগে কাজ করি। অন্য জেলার মানুষের বিপদে কাজ করা স্বেচ্ছাসেবীরা আমাদের জেলার মানুষের পাশেও দাঁড়াতে শুরু করি ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি। মাত্র তিন দিনের প্রস্তুতিতে ২৫০ পরিবারের জন্য ত্রাণসামগ্রী প্রদান করেছি আমরা। একই সঙ্গে প্রায় ১৫ ধরনের ওষুধ নিয়ে আমাদের মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, বারঘরিয়া ও শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাকা, দুলর্ভপুর, ঘোড়াপাখিয়া, ছত্রাজিতপুর, মনাকষা এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর, চৌডালা, রাধানগর, বোয়ালিয়া, বাঙ্গাবাড়ি, আলীনগর ও রহনপুর পৌরসভার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে।