চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধর করায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯জুলাই) রাত সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর-বাঘাইরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে বাবু(২৭)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
ওসি আমাদের বলেন,নিহত বাবু মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মা-কে মারধর করেন তিনি। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে তার স্বজনরা তাকে শাসনের আদলে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা যান বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।