চাঁপাইনবাবগঞ্জে ১২জন ৪১তম বিসিএস ক্যাডার কর্মকর্তাকে শুভেচ্ছা জানাল বিসিক জেলা কার্যালয়

১২ জন মেধাবী ক্যাডার কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক

চাঁপাইনবাবগঞ্জে ১২জন ৪১তম বিসিএস ক্যাডার কর্মকর্তাকে শুভেচ্ছা জানাল বিসিক জেলা কার্যালয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :১২ জন মেধাবী ক্যাডার কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক । মঙ্গলবার (২১ জানুয়ারি) বিসিক কার্যালয়ে যান তারা। এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মনোনীত প্রশিক্ষণার্থী ৪১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা যান বিসিকের কার্যালয়ে।

এ সময় বিসিক কার্যালয়ে কার্যক্রম সম্পর্কে তাঁদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আবু হোসেন। বিসিক জেলা কার্যালয়,চাঁপাইনবাবগঞ্জের সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাঃ আব্দুর রহিম বিসিক এবং শিল্পনগরী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন এরপর বিসিক শিল্পনগরী, চাঁপাইনবাবগঞ্জের শিল্প ইউনিট পরিদর্শন করেন। ৪১ তম বিসিএস ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষনার্থীর বিসিক, চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে স্বচ্ছ ধারণা গ্রহণ করেন। তারা বিসিক শিল্পনগরীর পরিষ্কার পরিচ্ছন্ন এবং উৎপাদন ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন।