চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সোহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ১০টার দিকে নতুন মহানন্দা সেতুর ওপর।
নিহত সোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।
সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।