চাঁপাইনবাবগঞ্জে ডাক্তার সিরিয়াল ডট কম অ্যাপের উদ্বোধন
স্মার্ট দেশে ডাক্তার সিরিয়ালের স্মার্ট সেবা বহুল প্রচারিত ডাক্তার সিরিয়াল ডট কমে”র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:স্মার্ট দেশে ডাক্তার সিরিয়ালের স্মার্ট সেবা বহুল প্রচারিত “ডাক্তার সিরিয়াল ডট কমে”র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই ফুড ক্লাবের পার্টি সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে, ডাক্তার সিরিয়াল ডটকমের চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ আরিফের সভাপতিত্বে ডাক্তার সিরিয়াল ডটকমের কো-চেয়ারম্যান মসিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের কনসালটেন্ট (সার্জারী) ডা. মোঃ ইস্রাফিল ইসলাম।
বিশেষ অতিথিরা ছিলেন, বারিন্দা মেডিকেল কলেজ ও রাজশাহী হাসপাতালের সহকারী অধ্যাপক এক্স. (অর্থোপেডিক সার্জারী) ডা. মোঃ আল-মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, ডা. মোহাঃ আহসান হাবীব, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহনাজ খাতুন (ফ্লোরা), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মুহাঃ আলমগীর রেজা, মেডিসিন মা ও শিশু এবং চর্ম-যৌন রোগ চিকিৎসক ডা. মোঃ মোসফিকুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি, মোঃ আসলাম কবীর, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক,সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্যরা।
এ সময় ডাক্তার সিরিয়াল ডট কমের চেয়ারম্যান আতিকুল্লাহ আরিফ বলেন,ডাক্তার সিরিয়াল ডটকম, স্বাস্থ্য সেবার চেতনা ধারন করে,ডাক্তার ও রোগীদের জন্য উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমি দীর্ঘ পাঁচ বছর যাবত তিলে তিলে গোড়ে তুলেছি, কারণ এই আধুনিক যুগে মানুষকে যেন ভোগান্তি পড়াতে না হয়। ঘরে বসেই যেন দেশের বিভিন্ন ডাক্তারের যোগাযোগ পরামর্শ ও সিরিয়াল পেয়ে যান। ডাক্তারের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা যাতে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। এ সময় তিনি সবার কাছে দোয়া ও ডাক্তার সিরিয়াল ডট কম এর সাথে থেকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকার আহ্বান জানান।