চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় বাল্যবিয়ের ক্ষতিকর দিক ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ, বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অুনষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুসহ অন্যরা।

বক্তারা বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মতবিনিময় সভায় মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাসসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।