চাঁপাইনবাবগঞ্জে কাস্টমারের মোবাইলের ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল-মেকার আটক

সার্ভিসিং করতে দেয়া কাস্টমারের মোবাইলের ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে কাস্টমারের মোবাইলের ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল-মেকার আটক

চাঁপাই প্রেস ডেস্ক:সার্ভিসিং করতে দেয়া কাস্টমারের মোবাইলের ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার আলীনগর-বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩২ বছর বয়সী সাব্বির হোসেন ওই এলাকারই মিল্কি মহল্লার মোজাম্মেল হকের ছেলে। তার মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে।

খোঁজ জানা গেছে, সাব্বিরের দোকানে এক ব্যক্তি মোবাইল মেরামত করতে দেন। এই সুযোগে সাব্বির হোসেন ওই মোবাইলটির সব ছবি হাতিয়ে নেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ওই ব্যক্তির নামে ফেইক আইডি খুলে ওই ছবিগুলো ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত সাব্বির হোসেনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, থানায় একটি অভিযোগ হলে সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার দোকানে থাকা একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। অভিযোগের ঘটনাটি যাচাই-বাছাইয়ের পরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।