চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ কুখ্যাত ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে চালিয়ে হেরোইনসহ কুখ্যাত ডাকাত মানিক'কে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ কুখ্যাত ডাকাত গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত ডাকাত মানিক'কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর এলাকার মৃত তহুরুল ইসলামের ছেলে মানিক আলী (৩২)

পুলিশ সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া'র তত্ত্বাবধানে শিবগঞ্জ থানার এসআই ইমরান আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল,আজ শনিবার(৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট বাস-স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে কুখ্যাত ডাকাত মানিক'কে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।