শিবগঞ্জে সর্বোচ্চ নিরাপত্তায় ৪৬টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা
এবছর শিবগঞ্জ উপজেলায় ৪৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চ নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে
আরাফাত হোসেন,শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলাধীন পূজামণ্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার;শিবগঞ্জ মো. আফতাবুজ্জামান আল-ইমরান জানান, এবছর শিবগঞ্জ উপজেলায় ৪৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চ নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ও বিসর্জন শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা করেন -উপজেলা প্রশাসন।
এসময় তিনি আরোও বলেন,পূজামণ্ডপগুলোয় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রশাসনের সকল দপ্তরে সমন্বয়ে গঠিত মনিটরিং টিম মাঠ পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নিরোলস ভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশবাহিনী সহ গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে পূর্ণ:নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা পালিত হচ্ছে।