চাঁপাইনবাবগঞ্জে দুটি অটোরাইস মিলকে জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জে দুটি অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দুটি অটোরাইস মিলকে জরিমানা 
প্রতীকী ছবি

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে দুটি অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার আতাহার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী।

জানা গেছে, মোড়কাবদ্ধ পণ্য বিক্রি এবং মোড়কের গায়ে পণ্যের বিবরণ না থাকার অপরাধে দুটি অটোরাইস মিলকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সেতু অটোরাইস মিল মালিককে ১০ হাজার ও আতিক অটোরাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের স্বার্থে আগামীতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে বলেন, সম্প্রতি চালের বাজারে অস্থিরতা বিরাজ করলে বাজার মনিটরিং জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার অটোরাইস মিলগুলোয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা অমান্য করায় সেতু ও আতিক অটোরাইস মিলের মালিককে জরিমানা করা হয়। আগামীতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।