নাচোলে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের ডোবা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিষ্কাশনের ডোবা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাতে নাচোল উপজেলার ঝিকরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,অতিরিক্ত মদ পান করে ডুবে মারা গেছেন তিনি। মৃত ওই ব্যক্তির নাম ঢেনা মুর্মু। তিনি একই উপজেলার পীরপুর সাহানাপাড়ার বদ্ধাই মুর্মুর ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে ঢেনার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পান করেন ঢেনা।
পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ডোবায় গিয়ে ডুবে মারা যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।