বদলগাছীতে বিএনপির বিজয় দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বিএনপির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন খান আলমগীর, সহ-সভাপতি রেজাউন নবী সান্ড, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান কেটুসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল পেশার মানুষ একত্রে এক মিনিট নীরবতা পালন করেন। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




