‎নিয়ামতপুরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উমরইল গ্রামে ট্রাক্টরের নিচে চাপা পড়ে জুনাইদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

‎নিয়ামতপুরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

তৈয়বুর রহমান ‎নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের উমরইল গ্রামে ট্রাক্টরের নিচে চাপা পড়ে জুনাইদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

গতশুক্রবার (২১ নভেম্বর) জুম্মা নামাজের পরপরই ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

‎নিহত জুনাইদ উমরইল গ্রামের সুমনের ছেলে এবং মৃত মোঃ আলাউদ্দিনের নাতি। অল্প বয়সে এভাবে প্রাণ চলে যাওয়ায় পরিবারে চলছে নিদারুণ শোক ও কান্না। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

‎স্থানীয়রা জানান, জুম্মার নামাজ শেষে জুনাইদ মানিকচক গ্রামের মসজিদ থেকে নামাজ শেষে বাসা ফিরার সময় একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিয়ে ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

‎শোকাহত সদস্যরা সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।