রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ-মানববন্ধনে অপসারণ দাবি
রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে

সজল মাহমুদ রাজশাহী :রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, তিনি ফ্যাসিস্ট আওয়ামী ঠিকাদারদের সাথে যোগসাজশ করে অনিয়মের মাধ্যমে কাজ বণ্টন করছেন। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় একদল ঠিকাদার।
বুধবার দুপুর সাড়ে বারোটায় নগরীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ঠিকাদাররা অভিযোগ করেন— নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ অবৈধ লেনদেন ও দলীয় ঠিকাদারদের পক্ষপাতিত্ব করে প্রকল্পের কাজ বণ্টন করছেন। ফলে বঞ্চিত হচ্ছেন প্রকৃত যোগ্য ঠিকাদাররা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠিকাদার ফরহাদ, রিপন, সমাজসেবক আসমাসহ আরও অনেকে। তারা অভিযোগের সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদকে একাধিকবার মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।